Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

বান্দর জেলা সদর হতে ১০০ কি.মি দুরত্বে লামা উপজেলা সদরে অত্র লামা সদর ইউনিয়ন পরিষদ অবস্থিত। ১৯৬০-৬১ইং সালে সর্বপ্রথম লামা সদর ইউনিয়ন গঠিত হয়। বাবু অংক্যজ মার্মা হেডম্যান সর্বপ্রথম চেয়ারম্যান হিসাবে লামা সদর ইউনিয়নের দায়িত্ব পালন করেন। বর্তমানে অত্র ইউনিয়নের আয়তন ২১৫ বর্গ কিলোমিটার। অত্র ইউনিয়ন ২টি অংশে বিভক্ত। প্রথম অংশে উত্তরে - গজালিয়া ইউ.পির সীমানা, দক্ষিনে- রূপসীপাড়া ইউপির সীমানা পূর্বে- থানছি উপজেলা সীমানা, পশ্চিমে- লামা পৌরসভা। ২য় অংশে- উত্তরে-গজালিয়া ইউপির সীমানা, দক্ষিনে- আলীকদম উপজেলা সীমানা, পূর্বে-লামা পৌরসভার সীমানা ও পশ্চিমে- ফাঁসিয়াখালী ইউ.পির সীমানা। অত্র ইউ.পির পাড়ার সংখ্যা ৭২ গ্রামের সংখ্যা-১৬টি , পরিবার সংখ্যা ২০৩১১টি,বর্তমান জনসংখ্যা ১১,৫৫৪জন।  অত্র ইউনিয়নে হিন্দু, মুসলিম মার্মা, ত্রিপুরা, মুরুং, বড়ুয়া ইত্যাদি সম্প্রদায়ের বসবাস রয়েছে।